সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের আলোকিত শিক্ষাবিদ শাহ আলম স্যার আর নেই

লক্ষ্মীপুরের আলোকিত শিক্ষাবিদ শাহ আলম স্যার আর নেই

লক্ষ্মীপুরের আলোকিত শিক্ষাবিদ শাহ আলম স্যার আর নেই

মহিউদ্দিন মুরাদ ॥ লক্ষ্মীপুরের এ সময়ের চট্টগ্রাম বিভাগের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এইচ এ সামাদ একাডেমী পরবর্তীতে আদর্শ সামাদ সরকারী (মডেল-সামাদ) উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক আল হাজ¦ শাহ আলম প্রকাশ শাহ আলম স্যার নেই। শুক্রবার রাতে ঢাকাস্থ ইউনাইটেড shaalmasirহাসপাতালে বার্ধ্যক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে গোটা জেলায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ বহু আদর্শ ছাত্র ও অনুসারী এবং ভক্ত রেখে গেছেন। তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতাল প্রাঙ্গনে শুক্রবার রাতে। দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় শনিবার সকালে পৈত্রিক ভিটা লক্ষ্মীপুর সদর উপজেলা বসিকপুরের দোলাকান্দি গ্রামের বড় বাড়ী প্রাঙ্গনে। তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়, শনিবার অপরাহ্নে তাঁর হাতে তিলে তিলে গড়ে তোলা সেই প্রতিষ্ঠান সামাদ স্কুল সম্মুখে মাঠ সোনামিয়া ঈদগাহ ময়দানে। জানাযাতে তাঁর হাজারো ছাত্র, ভক্ত এবং সাধারণ মানুষের ঢল নামে। পরে শহরে দক্ষিণ তেমুহানী রামগতি-লক্ষ্মীপুর সড়কের অফিসার কলোনীর পাশের্^ অবস্থিত পারিবারিক কবরস্থানে চিরদিনের জন্য তাঁকে শায়িত করা হয়। এর আগে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কফিনের পাশের্^ হাজারো ছাত্র ও ভক্তের ঢল নামে, তাঁর গড়া বিদ্যালয়ের মাঠে। তিনি ১৯৬৫ সালে এইচ এ সামাদ একাডেমীতে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর টানা ৩১ বছর ১৯৯৫ সাল পর্যন্ত একই বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে কুমিল্লা, বরিশাল বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় শিক্ষা পরিদর্শক এরপর খুলনা বিভাগীয় উপ-পরিচালকের পদ থেকে অবসরে যান। এ ছাড়াও এলাকায় আদর্শ শিক্ষা প্রসারে অসাধারণ অবদান রেখে যান।

তিনি শিক্ষার্থীদের জন্য এসেনশিয়াল অব ইংলিশ গ্রামার, ট্রান্সলেশান এন্ড কম্পিশন নামে একটি প্রসিদ্ধ বই উপহার হিসেবে রেখে যান। তাঁর হাতে গড়া দুনিয়াব্যাপী বিশ^ বিখ্যাত বিশ^বিদ্যালয়ের শিক্ষক, দেশের শীর্ষ স্থানীয় ব্যক্তি, প্রতিথযশা হাজারো আদর্শ ছাত্র রেখে যান। তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুর বাসী একজন আলোকিত মানুষকে হারালো। আলোকিত মানুষটি ছিলেন, সম্পূর্ণ প্রচার বিমুখ। ইতিপূর্বে তাঁকে ঘিরে আলোকিত মানুষ হিসেবে বাংলাদেশ (লক্ষ্মীপুর জেলা) শিশু একাডেমী বিশেষ বই বের করেছে এবং তাঁকে সম্বর্ধনা দিয়েছে। তাঁর মতো একজন আদর্শ শিক্ষককে হারিয়ে এলাকার অপূরনীয় ক্ষতি সাধিত হলো। পিতৃ শোকে তাঁর সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুজ্জোহা পিংকুসহ তাঁর অপর ৫ সন্তানসহ পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন। লক্ষ্মীপুরবাসী কামনা করেন, যেনো পরিবার সেই শোক দ্রুত কাটিয়ে উঠুক। সেই সঙ্গে তাঁদের নিরাপদ জীবন ও দীর্ঘায়ু কামনা করছেন।

এ আলোকিত মানুষের মৃত্যুতে সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, সংসদ সদস্য আব্দুল্যা আল মামুন, সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম আউয়াল, সংসদ সদস্য ও জেলা জাপা (এরশাদ) সভাপতি মোহাম্মদ নোমান, বাংলাদেশ পাবলিক বিশ^বিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ড.মাকসুল কামাল এবং লক্ষ্মীপুর পৌর মেয়র মো. আবু তাহের, জলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক একেএম সালাহউদ্দিন টিপু। সাদা মনের মানুষ শাহ আলম স্যারের জন্য আরো শোক প্রকাশ করেছেন, জেলা পরিষদ পরিষদ প্রশাসক বর্তমান আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক সচিব মো. শামসুল ইসলাম জেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি বর্তমান জেলা পরিষদ (স্বতন্ত্র) চেয়ারম্যান পদ প্রার্থীসহ আরো অসংখ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া মহান এ শিক্ষাবিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন সাংবাদিকদের পক্ষে, তাঁরই অনুগত ছাত্র দৈনিক জনকন্ঠ ও চ্যানেল আই সাংবাদিক মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ। তাঁরা বলেন, এ ধরণের আলোকিত মানুষ দ্বিতীয়জন আছে কী না আমাদের জানা নেই। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন আমিন।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন লক্ষ্মীপুরের সৌরভ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম

পিলখানা হত্যাকান্ড: লক্ষ্মীপুরের সুবেদার নুরুল ইসলামের জন্য রাষ্ট্রীয় খেতাব চান সন্তান

আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের জানাযায় মানুষের ঢল

আমেরিকায় জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীপুরের প্রবাসী মনির দম্পত্তির চাষাবাদ ও কৃষি ট্যুরিজম

বার কাউন্সিলের সনদ পেলেন কর বিষয়ক লেখক সিরাজ উদ্দিন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com