লক্ষ্মীপুর প্রতিনিধি: শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে ভিটামিন এ ক্যাম্পেইনের শেষ হয়েছে।লক্ষ্মীপুরে প্রায় ৩ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা সদর হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমেদ ও পৌর মেয়র এম এ তাহের। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত শিশুকে নীল ক্যাপসুল ও এক বছর থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। উদ্বোধনী ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসাইন, বিমএ জেলা সভাপতি ডাঃ আশফাকুর রহমা মামুন।
0Share