জুনাইদ আল হাবিবঃ লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এম সোলায়মানের বিদায়ী সংবর্ধনা, নতুন অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান ও আগত নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো: আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, টুমচর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী। সভায় বক্তব্য রাখেন, বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ এম সোলায়মান, অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, কলেজের ব্যবস্থাপনা
বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া (তপন), সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহামুদুন্নুবী সোহেল, সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন লোটাস, কলেজ ছাত্রনেতা রাফসান জানি বাপ্পি, রিয়াদ হোসেন রিফাত, মনোয়ার হোসেন জিহাদ ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে একেএম শাহজাহান কামাল পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, “মনযোগী হয়ে শিক্ষার্থীরা পড়ালেখা করে যাও, কলেজকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে”।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের বলেন, “কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে সার্বিক উন্নয়নে কাজ করেছি, ভবিষ্যৎকালে কাজ করে যাবো”।
সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, “শিক্ষার্থীদের আদর্শবান হতে হবে, শিক্ষকদের সম্মান আর ভালোবাসা দিয়ে মনোযোগী হয়ে পড়ালেখা করতে হবে”।
বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ এম সোলায়মান নবাগত ও কলেজের সকল বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, “তোমাদের জন্য প্রাণভরে দোয়া করি ভালো করে পড়ালেখা করো”।
নবাগত অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান নতুনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,” দীর্ঘ ১০ বছর পর কলেজের এ ধরণের বর্ণীল আয়োজন আর থেমে থাকবেনা। সকলের সহযোগীতায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে আগামি দিনগুলোতে আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে”।
সভায় আরো উপস্থিত ছিলেন, কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবে এলাহী সানি, স্বাধীনতা শিক্ষক পরিষদ লক্ষ্মীপুর শাখার অন্যতম নেতা অধ্যাপক আজিজুর রহমান আজম, কলেজ হোস্টেল ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিন মাইন, ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম রকিসহ কলেজের নবাগত ও বিভিন্ন বর্ষের ছাত্র- ছাত্রীরা।
0Share