রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে বৃহস্পতিবার রাতে দুস্কৃতিকারীরা স্বামী পরিত্যক্ত মহিলা সাজু বেগমের ও তার বসতঘর, রান্নাঘর, টয়েলেটে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা, মুল্যবান কাগজপত্র লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনায় হতদরিদ্র সাজু বেগম রামগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার রাতেই সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন করেছেন।
সূত্রে জানাযায়, উপজেলার মাসিমপুর নাপিত বাড়ির মৃত হাবিব উল্যার পুত্র আঃ মালেক তার সৎ ভাই আঃ রহমানের প্ররোচনায় স্ত্রী সাজু বেগমকে তালাক দেয়। এনিয়ে লক্ষ্মীপুর সিভিল কোর্টে মামলা হলে আঃ মালেক তার স্ত্রী সাজুকে ১লক্ষ ২০হাজার টাকা কাবিনের টাকা পরিশোধ করে। টাকা দেওয়ার পরেই বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধার পর সৎ ভাই আঃ রহমানের নির্দেশে ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সাজুর বসত ঘরে হামলা চালায়।
এ ব্যাপারে স্ত্রী সাজু বেগম বলেন,কাবিনের টাকা দেওয়ার পরেই স্বামীর নেতৃত্বে তার সৎ ভাই আঃ রহমান ভাড়াটে সন্ত্রাসী এবং তার স্ত্রী নাজমা বেগম ছেলে রাকিব একত্রিত হয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। দুস্কৃতিকারীরা আমাকে অস্ত্রে মুখে জিম্মি করে রেখে বসতঘর,রান্নাঘর,টয়েলেট ভাংচুর শেষে ঘরে থাকা কাবিনের টাকা ১লক্ষ ২০হাজার টাকা,সম্পত্তির কাগজপত্র ও পানির কল তুলে নিয়ে যায়। সৃষ্ট ঘটনায় জানতে চাইলে অভিযুক্ত আঃ রহমান বলেন,ছোট ভাইয়ের থেকে ক্রয় করা সম্পত্তি দখলে নিতে ভাংচুর করেছি।
রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতেই হতদরিদ্র মহিলা সাজু বেগমের দায়ের করা অভিযোগটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0Share