রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার পুর্ব ভাদুর গ্রামে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা করতে বৃদ্ধ ভাই হারেজ মিয়া ও বোন মঞ্জুমা খাতুন সম্পত্তিতে বসে পাহারা দিচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হলে দেখাযায় বৃদ্ধ ভাই হারেজ মিয়াকে সাথে নিয়ে বোন মঞ্জুমা খাতুন দখলে ভয়ে সম্পত্তিতে বসে পাহারা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানাযায়,পুর্ব ভাদুর মৌজার ৪২ নং সিএস এবং ২৯০ নং আরএস খতিয়ানের ১১৪ ও ১১৮ নং দাগের অন্দরে মঞ্জুমা খাতুন পৈত্রিক এবং হারেজ মিয়া ক্রয়সুত্রে ২১শতাংশ সম্পত্তির মালিক হয়ে ভোগ দখল করে আসছে।কয়েক মাস থেকে মধ্য ভাদুর গ্রামের রশিদ পাটোয়ারী বাড়ির সহিদ উল্যাহ ও আবুল কাসেম ইক্ত সম্পত্তি দখলে নিতে নানা কৌশল অবলম্বন ও সম্পত্তির মালিকদের নানা ভয়ভীতি দেখা। সম্পত্তি রক্ষা করতে বৃদ্ধ ভাই-বোন গ্রাম্য মাতব্বরদের ধারস্থ হয়েও কোন প্রতিকার না পেয়ে বোন মঞ্জুমা খাতুন বাদী হয়ে লক্ষ্মীপুর জজ আদালতে জানুয়ারী ১৯/১৭ মিছ মামলা করে। এতে ক্ষীপ্ত সহিদ উল্যাহর পুত্র শাহানের নেতৃত্বে ৮/১০ জনের ভাড়াটে সন্ত্রাসীরা ৬ জানুয়ারী দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে শাক-সবজির ফসল নষ্ঠ করে সম্পত্তি দখলে নেয়। খবর পেয়ে ভাই-বোন সম্পত্তিতে উপস্থিত হয়ে পাল্টা দখল করে এবং সম্পত্তি রক্ষা করতে পালাক্রমে সম্পত্তির উপর বসে পাহারা দিচ্ছে।
মামলার বাদি মঞ্জুমা খাতুন বলেন,আমার ২ মেয়ে,কোন ছেলে নেই। জীবিকা নির্বাহ করার এটাই আমার শেষ সম্বল। যদি শেষ সম্বল কেড়ে নিয়ে যায়,তাহলে জীবন থাকার প্রয়োজন কী। আদালতে মামলা করার পরের দিন আমার ফসল নষ্ট করে দিয়েছে।
এব্যাপারে অভিযুক্ত সহিদ উল্যাহ বলেন, হারেজ মিয়া ও মঞ্জুমা খাতুনের ওয়ারিশ ১৯৫২ সালের ৩৭৪৩ ও ১৮৭২ নং দলিল মুলে সাড়ে ২২শতাংশ সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন। তারা যাদের কাছে বিক্রি করে দিয়েছে আমরা দলিল মুলেই আমরা সম্পত্তির মালিক হয়েছি।
0Share