আজিজুর রহমান আযম: লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় ২০১৬ সালে পিএসসি পরীক্ষায় ৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০১৫ সালেও পিএসসি পরীক্ষায় ১৫ জন টেলেন্টফুল বৃত্তি ও সাধারণ গ্রেডে ৫ জন বৃত্তি পেয়েছে। এভাবে বিগত কয়েক বৎসরের ধারাবাহিকভাবে পিএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করে সমগ্র লক্ষ্মীপুর পৌরসভাবাসীর প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে।
এ অসাধারণ ফলাফল অর্জনের পিছনে মুল কারিগর হলেন রুপালী প্রভা নাথ। তিনি গত ২০০২ সাল থেকে স্কুেল যোগদানের পর থেকে স্কুলটির সুনাম সারা লক্ষ্মীপুর জেলায় ছড়িয়ে পড়ছে। রুপালী প্রভা নাথ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রাণ। তিনি প্রতিষ্ঠানটির কেন্দ্রবিন্দু। তাঁকে ঘিরে সমগ্র প্রশাসন যন্ত্র আবর্তিত হয়। তিনি সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী সবার কর্ণধার ও অভিভাবক। তিনি ও তাঁর সহকর্মীরা কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী, নীতিবান, সময়ানুবর্তী এবং শিক্ষার্থী অভিভাবকদের নিকট জনপ্রিয়। তিনি সবার নিকট গ্রহনযোগ্য ব্যক্তিত্ব। তাঁর প্রশাসনিক দক্ষতা অত্যন্ত চমৎকার। অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে উঠেছে তাঁর স্বীয় চিন্তা, প্রজ্ঞা ও ধ্যান ধারনার মাধ্যমে। প্রতিষ্ঠানটির প্রতিটি ইট, কাঠ, বালিতে তাঁর আন্তরিকতার ছোঁয়া লেগে থাকে। তাঁর প্রাক্তন সহকর্মী ফাতেমাতুজ জোহরা (ঝুমু) বর্তমানে লক্ষ্মীপুর পি,টি,আই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে কর্মরত তিনি বলেন তার অভিজ্ঞতায় রুপারী প্রভা নাথ নিজে একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব। তিনি তাঁর ও সুদক্ষ সহকর্মীরা সারা বৎসর ব্যাপী শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিজ যেমন নাচ, গান, অভিনয়, উপস্থিত বক্তৃতা, আবৃতি, শিক্ষা সফর, বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, ইন-ডোর ও আউট-ডোর গেমস্ বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সারা বৎসর ব্যাপী সক্রীয় রাখেন। যা লক্ষ্মীপুর পৌরসভায় অবস্থিত অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচরাচর দেখা যায় না। রুপালী প্রভা নাথের এ রকম একাডেমিক ও প্রশাসনিক দক্ষতার কারনে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক তিনি চার লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। তাঁর মত যোগ্য প্রধান শিক্ষক আমাদের সমাজে বিরল। তাঁর বিদ্যালয়ের পি.এস.সিতে এ রকম ধারাবাহিক সফলতার কারণ সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলে তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন এই কৃতিত্ব আমার একার নয়। এর পিছনে আমার সুদক্ষ সহকর্মী, সচেতন অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আমাকে এ বিদ্যালয়টি উন্নয়নের ব্যপারে আন্তরিকভাবে সমর্থন করে। বিশেষ করে বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেয়র এম এ তাহেরের নাম সম্মানের সাথে উল্লেখ করতে হয়। তাকে আরও সহযোগীতা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ বর্তমান এলান পত্রিকার সম্পাদকের সহধর্মীনি হাছিনা আজাদ। তাঁর স্কুলের কোন সমস্যা আছে কিনা সংবাদ কর্মীরা তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রধান সমস্যা অবকাঠামোগত সমস্যা, খেলাধুলার মাঠের সমস্যা এছাড়া আর কোন সমস্যা নেই। তাঁর এ কর্মদক্ষতা ও সফলতায় পুরো লক্ষ্মীপুরবাসী গর্বিত।
0Share