সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ফেসবুকের কল্যাণে লক্ষ্মীপুর-নোয়াখালীর চরাঞ্চলে স্থাপিত হয়েছে মসজিদ

ফেসবুকের কল্যাণে লক্ষ্মীপুর-নোয়াখালীর চরাঞ্চলে স্থাপিত হয়েছে মসজিদ

0
Share

ফেসবুকের কল্যাণে লক্ষ্মীপুর-নোয়াখালীর চরাঞ্চলে স্থাপিত হয়েছে মসজিদ

সানা উল্লাহ সানু: ফেসবুকের কল্যাণে লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকা নোয়াখালীর আন্ডার চরে স্থাপিত হয়েছে “মাইজচরা জামে মসজিদ”।শুক্রবার (২০ জানুয়ারী) জুমার নামাজ আদায় করার মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, মসজিদটি নির্মাণের প্রধান সহায়তাকারী রামগতি-কমলনগর অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরামের সাধারণ ষম্পাদক মোঃ মাসুদ সুমন, মসজিদ কমিটির সভাপতি ওয়াদুদ মাঝি ও সেক্রেটারি মোঃ মিরাজ হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরগণ।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মসজিদটি নির্মাণের ইতিহাস জানাতে গিয়ে মাসুদ সুমন বলেন, ২০১৪ সালে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে জানাযা পড়তে আসি নোয়াখালী সদরের আন্ডার চর মাইজচরা এলাকায়। এখান থেকে বাড়ি ফেরার পথে মাগরিবের নামাজের সময়  নামাজ পড়ার জন্য মসজিদের সন্ধান করি।তখন এলাকার লোকজন নামাজের জন্যে এ এলাকায় একটি মাচাং দেখিয়ে দেয় । আমি ওই মাচাংয়ে নামাজ আদায় করি কিন্তু বিষয়টি আমার কাছে বিস্ময়কর লাগে। নামাজ শেষে স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা জানান, এলাকার জনগণের আর্থিক অবস্থা ভালো না কিন্তু তারা ধার্মিক। এলাকায় মসজিদ নির্মাণের সার্মথ্য তাদের নেই। এলাকা থেকে ৭-৮ কিঃ মিঃ দূরে  একটি মসজিদ আছে।আমার কাছে বিষয়টি আরো বিস্ময়কর মনে হয়।

আমি আবেগে আপ্লুত হয়ে যাই। সারা রাত ঘুমাতে পারিনি। এরপর নিজের ফেসবুক একাউন্টে মাচাংয়ের ছবিসহ এ এলাকায় একটি মসজিদ স্থাপনের জন্য সহায়তা চেয়ে একটি স্ট্যাটাস দিই। এরপর অসংখ্য সাড়া। সাথে সাথে দেশ বিদেশের অসংখ্য বন্ধু আমার স্ট্যাটাসে সাড়া দেয় । তারা মসজিদের জন্য বিকাশ ও ডাচবাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দান করে মসজিদ নির্মাণে টাকা।৮ শতক জমিদান করেন স্থানীয় নুর মোহাম্মদ তারপর বাস্তবতা হচ্ছে আজকের এ মসজিদ।

এ সময় উপস্থিতির উদ্দেশ্যে তিনি বলেন, অনলাইন বিশেষ করে ফেসবুক ব্যবহার করে মসজিদটি নির্মাণের মা্ধ্যমে প্রমাণিত হয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু বিনোদন নয়। এ মাধ্যমে যে ভাবে মানব কল্যাণে অবদান রাখা যায় তার উদহারণ হচ্ছে এ মসজিদটি। তিনি জানান এ অবহেলিত জনপদ আন্ডার চরে মসজিদ ছিল না আজ মসজিদ আছে।এর পিছনে অবদান ইন্টারনেট এবং ফেসবুকের। ফেসবুক ও ইন্টারনেট শুধু খারাপ দিক নয় এটির সাহায্যেও যে সামাজিক কাজ করা যায় তার এক উজ্জল দৃষ্টান্ত আমরা রেখে গেলাম।

এদিকে ফেসবুক ব্যবহার করে মসজিদ নির্মাণের মতো মানবতাবাদি কাজে এগিয়ে আসার জন্য মাসদ সুমন কে স্বাগত জানান ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে রামগতি, উপকূল বাংলাদেশ বন্ধুজন, রামগতি-কমলনগর অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম, ভয়েস অব রামগতিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ সকল সামাজিক সংগঠনের প্রধানরা বলেন, তরুনরাই  পারে একটি সমাজের জরাজীর্ণতা দূর করে সমাজকে বদলে দিতে। এ রকম অনন্য নজির সৃষ্টি করলেন রামগতির অনলাইন এ্যক্টিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সুমন।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার গ্রামের যুবক মাসুদ সুমন ঔষক কোম্পানী ইনস্পেটা ফার্মাসিটিক্যাল কোম্পানীর এরিয়া ম্যানেজার হিসাবে নোয়াখালীর চৌমুহনীতে কর্মরত আছেন। পাশাপাশি সাধারণ সম্পাদক রামগতির অনলাইন এ্যক্টিভিস্ট ফোরাম নামক অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠনের মাধ্যমে নানাবিধ সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

অল্প সময়ের মধ্যে নির্বাচন না হলে ফ্যাসিস্ট ষড়যন্ত্র আঘাত করতে পারে : এ্যানি

উপকূলের ক্ষতিগ্রস্থ ৩ হাজার কৃষক পেল প্রণোদনা, রবি প্রণোদনা পাচ্ছে আরো ৪ হাজার ৩৭৫জন কৃষক

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রামগতি পৌরসভায় চলছে প্লান্ট নির্মাণকাজ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com