আবু তাহের, রামগঞ্জ: রামগঞ্জ উপজেলার মডেল বিদ্যালয় হতে যাচ্ছে পৌরসভার পশ্চিম আংগারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৮৮৫ইং সনে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ভালো ফলাফল, মানসম্মত পাঠদান সহ সকল কার্যক্রম অন্যান্য বিদ্যালয়ের চেয়ে ভিন্ন।উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও বহুবার পুরস্কারেও ভূষিত হয়েছে বিদ্যালয়টি। প্রধান শিক্ষক মোঃ সামছুল ইসলাম পাটোয়ারী সহ ১২জন শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত ও মধুমতি, করতোয়া, কর্নফুলিসহ মোট তিনটি ভবনে ১২টি শ্রেনীকক্ষে পশ্চিম আংগারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০১০সালে সর্বোচ্চ উপস্থিতির জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে।
৫ বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন, তিন বছর বিভাগীয় ভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া সুবাদে সরকারী ভাবে ২১দিন ভারত সফর, ৭ বছর লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮বার রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে প্রধান শিক্ষক মোঃ সামছুল ইসলাম পাটোয়ারী।
পাশাপাশি ওই বিদ্যাপিঠের ২০১৬ সনে পিএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ৭৬জন্য শিক্ষার্থীর মধ্যে ৩৮জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন সফলতা অর্জন করেন। এছাড়াও সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রেও লক্ষ্মীপুর জেলা পর্যায়ে একাধিকবার ১ম স্থানও অর্জন করেন। ২০১৪ ও ২০১৫ সালে ইউনিসেফ প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ সামছুল ইসলাম পাটোয়ারী জানান, বিদ্যালয়টি আজ এ পর্যায়ে আসতে ম্যানেজিং কমিটি, কর্মরত শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় জনপতিনিধি ও এলাকাবাসী সকলের সমান্মিত প্রচেষ্টায় আজকে এপর্যায়ে পৌছতে সক্ষম হয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্লা জানান, আমি যোগদানের পর থেকে ও অতীত ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, পশ্চিম আংগারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সকল ক্ষেত্রে সফলতা লাভ করেছে। এরই পাশাপাশি অন্যান্য স্কুলও ভবিষ্যতে আরো ভালো করার জন্য প্রতিযোগীতায় নেমে পড়েছে। এতে করে উপজেলাব্যাপী প্রাথমিক শিক্ষার মান আরো সম্পসারিত হবে।
0Share