রায়পুর প্রতিনিধি:: রায়পুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে ঝাকজমকপূর্ণ এ অনুষ্ঠান হয়। এসময় ক্রীড়া অনুষ্ঠান শেষে ২০টি ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয় ও শ্রেণীতে প্রথম স্থানকারীদের মাঝে বিভিন্ন পুরুষ্কার তুলে দেন অতিথীরা।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দর বাবুল পাঠানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মঞ্জুর কাদেরের পরিচালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) উম্মে হানি, ওসি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী, মাহাবুব আলম লিটন, আলমগীর হোসেন, সামছুত্তাহীদ ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথীগণ তাদের বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করতে শিক্ষকদের অনুরোধ জানান।
ক্যাপশন- রায়পুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বক্তব্য রাখছেন এমপি মোহাম্মদ নোমান।
0Share