লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র (বিপি) ১৬০তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। লক্ষ্মীপুর সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের আয়োজনে বুধবার (২২ ফেব্রুয়ারি) কলেজ চত্তরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে স্কাউট কক্ষে কেক কেটে বিপি দিবস-২০১৭ উদযাপন করেন রোভার স্কাউট লিডার ও সদস্যরা। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, রোভার স্কাউট লিডার (আরএসএল) ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহি ও সহকারী অধ্যাপক নাছিমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ও কলেজ সিনিয়র রোভারমেট মো. হাসান, রোভারমেট মো. রাকিব হোসেন, সনাতন দত্ত, হিমলে দাস, রামগঞ্জ সরকারি কলেজের সিনিয়র রোভারমেট আরমান হোসেন, রোভার বাহার উদ্দিন, তাজকেরা সুলতানা শ্রাবণী, আছমা আক্তার মুক্তা, নাবিল হোসেন, সাগর হোসেন, মমতা হেনা, অর্ণব সাহা, আফছার উদ্দিন ও জুনাইদ আল হাবিব প্রমুখ। আলোচনা শেষে লক্ষ্মীপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের অংশগৃহণকৃত বিভিন্ন ক্যাম্প ও বনভোজনের ভিডিও প্রদর্শনি দেখানো হয়।
উল্লেখ্য, রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।
0Share