নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চন্দ্রগঞ্জস্থ আত্-তামরীন ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল মুনায়েম অভিযুক্ত ওই শিক্ষককে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী আত্-তামরীন স্কুল এন্ড মাদ্রাসায় অষ্টম শ্রেণির ছাত্র মো. ফরহাদ হোসেন বিদ্যালয়ে একদিন অনুপস্থিত থাকার কারণে আরবি বিভাগের শিক্ষক ও মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. ইব্রাহীম খলিল ওই ছাত্রকে বেদম মারধর করেন। এতে ছাত্র ফরহাদ বাড়িতে যাওয়ার পর জ্বরে আক্রান্ত হওয়াসহ শারীরিকভাবে মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে। পরে তার মা বিবি জোহরা তাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করান। ছাত্র ফরহাদ স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের প্রবাসী হুমায়ুন কবিরের ছেলে।
নির্যাতনের শিকার ভুক্তভোগি ছাত্র ফরহাদ হোসেন জানায়, পারিবারিক কারণে সে একদিন মাদ্রাসায় উপস্থিত হতে পারেনি। পরদিন (২২ ফেব্রুয়ারী) মাদ্রাসায় আসলে একদিন অনুপস্থিত থাকার অপরাধে শিক্ষক মো. ইব্রাহীম খলিল তাকে নির্দয়ভাবে বেত্রাঘাত করেন। এ সময় তার হাতের একটি আঙ্গুল মুসড়ে যায়।
ঘটনার পরদিন ছাত্র ফরহাদের মা’ বিবি জোহরাসহ অন্যান্য অভিভাবকরা বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন। পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেন।
এদিকে ছাত্র নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির মালিকপক্ষ বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান। অপরদিকে ছাত্র নির্যাতনের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষককে পুনরায় শিক্ষক হিসেবে যোগদানের পাঁয়তারা চলছে বলেও জানা গেছে।
0Share