রামগঞ্জ প্রতিনিধি: রামগঞ্জে ব্যবসায়ীক নিরাপত্তা ও বিচারের আশায় মামলা করে উল্টো বিবাদী মেম্বারের ভয়ে গৃহ ছাড়া হয়েছে বলে অভিযোগ করেছে এক পরিবার। ঘটনাটি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিরে দক্ষিন কালিকাপুর গ্রামের । শুধু তাই নয় ওই ওয়ার্ড মেম্বার আবুল কাসেমের ভয়ে মামলার বাদি ইব্রাহিম খলিলের পরিবার দীর্ঘদিন থেকে পালিয়ে বেড়াচ্ছে বলেও জানান।এ দিকে বিবাদী কাশেম মেম্বার সাংবাদিকদের নিকট স্বীকার ও করেন যে, আমার সাথে লোকজন দেখলে বাদী ভয়ে পালিয়ে যায়। এতে আমার দোষ কি?
বুধবার (৮ মার্চ )সকালে ঘটনাস্থলে সরজমিনে গেলে বাদী ইব্রাহীম খলিলের বসতঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মামলা ও স্থানীয় সুত্রে জানায়,উপজেলার লামচর ইউপির ডাগাতলী বাজারে ২৬ ফেব্রুয়ারী চাঁদাবাজদের দাবীকৃত ২০ হাজার টাকার না পেয়ে চাঁদাবাজ গ্রুপ ইব্রাহীমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ব্যবসায়ী ইব্রাহিম খলিল ও বিলাল হোসেনকে মারধর করে নগদ ৭৫হাজার টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী ইব্রাহিম খলিল বাদি হয়ে ২৮ ফেব্রয়ারী লক্ষ্মীপুর আদালতে কোর্টে একটি মামলা দায়ের করে। এতে কালিকাপুর ওয়ার্ড মেম্বার আবুল কাসেম ক্ষীপ্ত হয়ে উঠে। আহত ব্যবসায়ী ইব্রাহিম খলিল বলেন, মেম্বার আবুল কাসেম ও তার ছেলে নাছির উদ্দিনের অব্যাহত হুমকি-ধমকিতে আমরা পরিবার পরিজন নিয়ে অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কাশেম মেম্বার জানান,আমার ছেলে নাছির উদ্দিন ব্যবসায়ী খলিলের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথাা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। ইব্রাহীম মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করার চেষ্টা করছে। আমার সাথে লোকজন দেখলে সে ভয়ে পালিয়ে যায়। এতে আমার দোষ কি।
0Share