রায়পুর প্রতিনিধি: শরীরে ধরেছে পঁচন। সংসার চালানোর শেষ সম্বলটুকুও আজ নিঃশেষের পথে। চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো কোন অবস্থাই নেই। কাঁদছিলেন আর বলছিলেন সাহাবউদ্দীন পাটোয়ারীর মা। মাদকাসক্ত আবুলকে আজো আটক করতে পারেনি পুলিশ। অথচ সবার সাথেই তার যোগাযোগ আছে। পুলিশ খুজে পাচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ থেকে ৩/৪ মাস হয়ে গেছে অথচ রিপোর্ট পাঠায়নি। সব মিলিয়ে সাহাব উদ্দিন হতাশ।
লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব শত্রুতার জের ধরে শাহাব উদ্দিন (২৬) নামে এক দিনমজুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা সহ হাতের পাঁচটি আঙ্গুল কর্তন করেছিলো মাদকাসক্ত বখাটে আবুল হোসেন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর দেনায়েতপুর গ্রামের দেলোয়ার চকিদার বাড়ীতে এ ঘটনা ঘটেছিলো। আহত শাহাব উদ্দিন একই এলাকার আলী আহাম্মদের ছেলে। স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, গত ১ বছর পূর্বে সুপারী পাড়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে দিন মজুর শাহাব উদ্দিনের সাথে তাদের পার্শ্ববর্তী বাড়ীর মৃত ছেরাজল হকের ছেলে বখাটে মাদকাসক্ত আবুল হোসেন মারামারি হয়। এর মাঝে কয়েকদিন ধরে শাহব উদ্দিনকে নানান ভাবে হুমকি দিয়ে আসছে মাদকাসক্ত বখাটে আবুল হোসেন। এরই জের ধরে শাহাব উদ্দিন বাড়ী যাওয়ার পথে আগে থেকে ওঁত পেতে থাকা আবুল হোসেন শাহাবউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। পরে ধাওয়া খেয়ে নিজ বাড়ীতে পোঁছলে শাহাবউদ্দিনকে সেখানে শরীরের বিভিন্ন অংশ এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে এবং ডান হাতের পাঁচটি আঙ্গুল কর্তন করে ফেলে। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত আবুল হোসেন ও তার পরিবার ঘটনার পর থেকে পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসাইন বলেন, পুলিশের গাফিলতি নেই। সন্ত্রাসীরা যত দিনই পালিয়ে থাকুক না কেন, ধরা সে পড়বেই। মেডিকেল রিপোর্টটি আসার না কারনেই চার্জশিট দিতে পারছি না। তবে প্রক্রিয়াধীন আছে।
0Share