নিজস্ব প্রতিবেদক : প্রায় বিশ বছর পর মঙ্গলবার আজ লক্ষ্মীপুর আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত, রূপালী ইলিশ আর সয়াবিনসহ কৃষি সমৃদ্ধ এ জেলার সর্বস্তরের মানুষ। লক্ষ্মীপুরে অর্থনৈতিক অঞ্চল ঘোষনা, মেডিকেল কলেজ, কৃষি ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠাসহ ১৫টি দাবি জেলার সর্বস্তরের মানুষের পক্ষে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দাবি বাস্তবায়নে ‘নানা মানুষে নানা মত, জেলার উন্নয়নে লক্ষ্মীপুরবাসী ঐক্যমত’, এমন শ্লোগানে সুর মিলিয়েছে সর্বস্তরের মানুষ।
দাবিগুলো হচ্ছে:
১. রামগতি-কমলনগরকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য অনতিবিলম্বে লক্ষ্মীপুর পানি উন্নযন বোর্ড প্রণীত ১৩শ ৫০ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ।
২.লক্ষ্মীপুর জেলায় নতুন রেল লাইন নির্মাণ (চাঁদপুর-লক্ষ্মীপুর-চৌমুহনী-ফেণী রুটে)।
২. অতিশীঘ্র লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর জাতীয় মহাসড়ক বাস্তবায়ন (৪ লেনের সুবিধাসহ)।
৪. রামগতিতে সমুদ্র্র বন্দর নির্মাণ।
৫. অনতিবিলম্বে লক্ষ্মীপুরে কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারী ক্যাডেট কলেজ ও মেরীন একাডেমী প্রতিষ্ঠাকরণ।
৬. লক্ষ্মীপুরে সরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠাকরণ এবং অতিশীঘ্র ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রূপান্তর।
৭. আকর্ষণীয় পর্যটন অঞ্চল গড়া এবং ভয়াবহ নদী ভাঙ্গন রোধে উন্নত বিশ্বের ন্যায় মেঘনা নদীর কূল ঘেঁষে চাঁদপুর-রায়পুর-লক্ষ্মীপুর-কমলনগর-রামগতি ৪ লেনবিশিষ্ট রিভার সাইড/রিভার ড্রাইভ মহাসড়ক নির্মাণ।
৮.ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ-মতলব-চাঁদপুর-লক্ষ্মীপুর-মাইজদী-সোনাগাজী-মিরসরাই-সীতাকুন্ড-চট্টগ্রাম রুটে ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেস ওয়ের (৬ লেন বিশিষ্ট) রুট বাস্তবায়ন।
৯. লক্ষ্মীপুর জেলায় বিদ্যমান বি’ ক্যাটাগরী জেলার পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসহ সরকারী অবকাঠামো ও প্রয়োজনীয় সংখ্যক পদ সৃষ্টি। (উলেখ্যঃ ২০০৬ সালে লক্ষ্মীপুর জেলাকে বি’ ক্যাটাগরীতে উন্নীত করা হলেও এখনও পর্যন্ত প্রয়োজনীয় সরকারী প্রতিষ্ঠান ও পদ সৃষ্টি করা হয়নি)।
১০. লক্ষ্মীপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল/ ইপিজেড নির্মাণ ও শিল্প-কলকারখানা স্থাপন।
১১. লক্ষ্মীপর-বেগমগঞ্জ-ফেণী সড়ককে ৩০ ফুট প্রশস্তকরণপূর্বক অবিলম্বে জাতীয় মহাসড়কে রূপান্তর।
১২. লক্ষ্মীপুর-রামগতি মহাসড়কের নদীগর্ভে বিলীন আলেকজান্ডার-রামগতি অংশের ১৫ কি.মি. রাস্তা পুনর্নিমাণ এবং মহাসড়কটিকে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ ।
১৩. লক্ষ্মীপুর-রায়পুর-চাঁদপুর সড়কটিকে জাতীয় মহাসড়কে রূপান্তর এবং লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট অংশকে চার লেনে রূপান্তরের পদক্ষেপ গ্রহণ।
১৪. লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ রুটে নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থাকরণ এবং স্টীমার ও ফেরীর সংখ্যা বৃদ্ধিকরণ।
১৫. লক্ষ্মীপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন এবং যুগোপযোগী, পরিকল্পিত ও আধুনিক শহর প্রতিষ্ঠা যাতে অতিশীঘ্রই সিটি কর্পোরেশনে উন্নীত হতে পারে।
সরকারের নিকট উন্নয়ন দাবীসমূহ পেশ ও দ্রুত বাস্তবায়নের জন্য ”আসুন সবাই মিলে এক হয়ে কাজ করি দেশ গড়ার শপথ নিয়ে উন্নত লক্ষ্মীপুর গড়ি।”
0Share