নিজস্ব প্রতিনিধি: রায়পুরের উদমারা গ্রামের মুন্সিরহাটে প্রকাশ্য দিবালোকে মাঈনুদ্দীন মিঝি নামে এক পল্লী চিকিৎসক কে প্রতিপক্ষরা কুপিয়ে মারাত্মক আহত করেছে।সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা মাঈনুদ্দিনকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, শনিবার একই গ্রামের মাহমুদ ইসলামের ছেলে চা-দোকানী নাজিম জ্বরে আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসক মাঈনুদ্দীনের কাছে গেলে ব্যবস্থাপত্রে নাপা ট্যাবলেট লিখে দেয়। নাজিম পাশ্ববর্তী রিয়াজের দোকান থেকে নাপা ট্যাবলেটের পাশাপাশি এজিথ্রোমাইসিন এন্টিবায়োটিক কিনে একদিনেই ৩ টি খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ্য নাজিমকে নিয়ে সদর হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে মাঈনুদ্দিন মিঝি।
সোমবার বেলা ২ টার দিকে মাঈনুদ্দিনকে নাজিমের দোকানে পেয়ে প্রতিপক্ষ একই বাড়ির কাজল (৫০), রিয়াজ (২৬), রুবেল (২৮) গালিগালাজ করতে থাকে, মাঈনুদ্দিন জবাব দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ী কোপাতে থাকে, এতে মাঈনুদ্দিনের মাথায়, হাতের কব্জি, ও একটি আঙ্গুল কেটে যায়।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান জানান সন্ধ্যা পর্যন্ত েএ ব্যাপারে কোন অভিযোগ থানায় আসেনি।
0Share