নিজস্ব প্রতিনিধি : মেধা ও যোগ্যতায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান সজিব গ্রুপের গুরুত্বপূর্ণ পদে চাকরির সুযোগ রয়েছে লক্ষ্মীপুরের ছেলেমেয়েদের। সেজন্য দেশের সুযোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে লক্ষ্মীপুরের শিক্ষার্থীদেরকে সু-শিক্ষিত হতে হবে বলে মন্তব্য করেছেন সজিব গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এমএ হাসেম। তিনি বলেন, “কিন্তু মেধা ও যোগ্যতার অভাবে উচ্চ পদে লক্ষ্মীপুরের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। সেজন্য সকল শিক্ষার্থীদেরকে মনোযোগী হতে হবে। অভিভাবকদেরকে বিশেষ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে স্কুল-কলেজমুখী করতে হবে।”
বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের রেডিয়ান্ট স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামছুদ্দিন সাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মান্দারী ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহছানুল কবির রিপন, সাবেক চেয়ারম্যান এম বেলাল হোসেন ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ন সম্পাদক এ কে এম বদরুল আলম শাম্মী।
এতে মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওহিদুজ্জামান বাবলু, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন পাটোয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী ও রেডিয়ান্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0Share