রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে একটি পুকুরের জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহতরা হলেন- চরআবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক আমজাদ হোসেন রাসেল, তার বাবা আলাউদ্দিন বলি, চাচা জাফর বলি, নাজমুল হোসেন, জয়নাল মিয়া, ইউসুফ, ইউনিয়নর যুবদলের নেতা আবুল কালাম ও তার ভাই সহিদ উল্যাসহ উভয় পক্ষের ১০ জন।
জানা গেছে, একই বাড়ীর আলাউদ্দিনের সাথে আবুল কালামরে একটি পুকুরের জমি নিয়ে বিরোধ রয়েছে। শনিবার দুপুরে বিরোধকৃত ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম তার অনুসারি ১০-১২ লোকজন নিয়ে আলাউদ্দিনের লোকজনের উপর হামলা করে। এতে উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়।
এঘটনায় যোগাযোগ করা হলে উভয় পক্ষ পরষ্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। রায়পুর থানার (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে আহত আলাউদ্দিন জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0Share