সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
রেষ্টুরেন্টের ময়লা পানিতে বন্দি দু'শ পরিবার

রেষ্টুরেন্টের ময়লা পানিতে বন্দি দু’শ পরিবার

রেষ্টুরেন্টের ময়লা পানিতে বন্দি দু’শ পরিবার

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় শহরের ৬টি রেষ্টুরেন্টের ময়লার সংমিশ্রনের হাটু পানিতে পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রায় দু’শ পরিবার মানবেতর বসবাস করছে । গত ৫ দিনের ভারী বর্ষনে ফলে দিনমজুর ও ক্ষুদ্র ব্যাবসায়ী পরিবারগুলোর এ সমস্যার সৃষ্টি হয়েছে । স্থানীয় কাউন্সিলর শহীদ উল্যাহ বলেন, বিশাল জনবহুল ওই বাড়ীতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিবারগুলো প্রতি বছর অসহায়ভাবে বসবাস করছে । সমস্যা সমাধানে একাধিকবার পৌর কর্তৃপক্ষককে বললেও আমাকে সহযোগিতা করছে না । আমি নিরুপায় । তবে পানি নিস্কাষন করে দ্রুত ব্যাবস্থা নিবেন বলে মেয়র আশ্বস্ত করেন । শনিবার দুপুরে সরজমিনে গেলে বৃদ্ধ রুহুল আমিন ও ফিরোজ আলমসহ কয়েকজন গৃহবধু জানান, রায়পুর একটি প্রথম শ্রেনীর পৌরসভা। এ ৭নং ওয়ার্ডে ৩২’শ ভোটার ও প্রায় ২০ হাজার মানুষের বসবাস । শহরের পাশেই -মীরগন্জ ব্যাস্ততম সড়কের পাশেই সর্দার বাড়ীর জনবহুল প্রায় দু’শ পরিবারের বসবাস । বাড়ীর পাশেই রয়েছে ৬টি খাবার হোটেল ওদু’টি জলাশয় । সৃষ্টির পর থেকে নেই ড্রেনেজ ব্যাবস্থা ও মশার উপদ্রুপ । প্রতিবছর বর্ষাকাল-ঝড়-বৃষ্টি ও হোটেলের ময়লার সংমিশ্রনের পানিতে পুরো বাড়ী ডুবে যায়ই বরং খাটের নিচে ইট দিয়ে তা উঁচু করে বসবাস করতে হয় । ওই পানি পার হয়ে বাজারে যাতায়াত ও ছেলে-মেয়েদের স্কুলে যেতে হচ্ছে । সমস্যাগুলো গত কয়েক বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিসহ মেয়রকে বললেও তারা ককোন ব্যাবস্থা নিচ্ছে না । পৌরসভার সকল ট্যাক্স যথাসময়ে পরিশোধ করছি ।গত সোমবার থেকে টানা ভারী বৃষ্টিতে আবার সেই পুরোনো চেহারায় ফিরে এসেছে । পুরো বাড়ীর প্রায় দু’শ পরিবার ময়লা পানিতে বন্ধি অসহায় জীবন-যাপন করছে । পানির সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় কাউন্সিলরসহ মেয়রকে একাধিকবার বলা হলেও কোন ব্যাবস্থাই নিচ্ছে না । পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ উল্যা ও সংরক্ষীত মহিলা কাউন্সিলর শামছুন্নার নাহার লিলি ওই পরিবারগুলোর মানবেতর জীবন-যাপনের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অসহায় । কর্তৃপক্ষ বাজেট না দেওয়া পর্যন্ত কিছুই করতে পারবো না । পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, পৌরসভার সর্দার বাড়ীসহ ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যা আমাকে কেউ জানায় নি । সমাধানের জন্য কাউন্সিলরকে নির্দেশ দেয়া হবে ।

সমস্যা | প্রত্যাশা আরও সংবাদ

রামগতির চরাঞ্চলের ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

স্লুইচ গেইট অকেজো, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

উপকূলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, জনবল সঙ্কটে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স

মতিরহাটে আধুনিক লঞ্চঘাট নিমার্ণে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের পরিদর্শন

রামগতির মেঘনার তীর সংরক্ষণ প্রকল্প এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

চার দফা দাবিতে রামগতি ফারিয়া’র প্রতিবাদ সমাবেশ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com