নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১২ বিষয়েরে মধ্যে মাত্র ২ বিষয় এ প্লাস নম্বর নিয়ে পাস করে বাকী ১০ বিষয় ফেল করেছে এক শিক্ষার্থী। মানবিক শাখার ওই শিক্ষার্থী কুমিল্লা বোর্ডের অধীন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমির ছাত্রী। বৃহস্পতিবার (৪ মে) ফল প্রকাশিত হওয়ার পর সে জানতে পারে একাধিক বিষয়ে ফেল করেছে। পরে বিকালের দিকে বিস্তারিত ফলাফল পাওয়ার পর দেখে ১২ বিষয়ের মধ্যে মাত্র ২ বিষয় পাস করেছে। ফলাফল ফর্দে দেখে একমাত্র পাস করা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ক্যারিয়ার শিক্ষায়” সে এ প্লাস নাম্বার পেয়েছে বাকী সব বিষয় ফেল।
বিকেলের দিকে এ তথ্য জানাজানি হলে অপর শিক্ষার্থীসহ গ্রামবাসির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ কুমিল্লা বোর্ডের খাতার দেখার মান নিয়ে প্রশ্ন তোলেন। হাজিরহাট এলাকার অভিভাবক আবদুর রাজ্জাক বলেন, যেহেতু এ শিক্ষার্থী অপর বিষয় ফেল করেছে সেহেতু সে মাত্র ২ বিষয় পাস করলে এ প্লাস পেতে পারেনা। আবার যদি ২ বিষয় এ প্লাস পায় তবে বাকী এত বিষয় ফেল করতে পারে না। সুতরাং অবস্থা দেখে মনে হচ্ছে খাতা দেখার মাঝে যথেষ্ট গড়িমসি আছে।
কুমিল্লা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫৯ দশমিক ৩ শতাংশ।মোট ১ লাখ ৮২ হাজার ৯শ ৭৯ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ১ লাখ ৮ হাজার ১শ ১১ জন।
0Share