নিজস্ব প্রতিনিধি: দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।এই বিশ্ববিদ্যালয় গুলি দেশের প্রচলিত বিশ্ববিদ্যালয় গুলো থেকে ভিন্ন হবে।এ বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে একটি হচ্ছে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যেটি লক্ষ্মীপুর জেলায় প্রতিষ্ঠিত হব। তবে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এখনো জমি নির্ধারিত হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বরাত দিয়ে ইংরেজি দৈনিক দ্যা ইন্ডেপিন্ডেন্ট বৃহস্পতি বার (১১ মে) এ তথ্য দিয়েছে। জমি দেখার জন্য জেলা প্রশাসক বরাবর শীঘ্রই চিঠি দেয়া হবে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে খসড়া আইন চুড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রনালয়ে পাঠানো হবে।
0Share