রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পূর্বের জমি সংক্রান্ত বিরোধের ঘটনার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়াকে কেন্দ্র করে ইব্রাহিম খলিল (৩০) নামে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম খলিলকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার চরআবাবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড চরআবাবিল হাওলাদার বাড়িতে। এ ঘটনায় রোববার দুপুরে আহত ইব্রাহিম খলিল বাদী হয়ে প্রতিপক্ষ মকবুল হাওলাদারের ছেলে মাসুদ ও মামুনসহ ৭জনকে আসামী করে থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানাযায়, একই গ্রামের মুকবুল হাওলদারের পরিবারের সাথে ইব্রাহিম খলিলের মামাদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ায় মুকবুল হাওলাদারদের পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে ইব্রাহিম খলিদের পরিবারের উপর এবং প্রতিশোধ নেওয়া হুমকি দেয়। এই ঘটনার জের ধরে শনিবার রাতে ইব্রাহিম খলিল মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে অতর্কিক ভাবে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় মাসুদদের নেতৃত্বে তার লোকজন। এতে ইব্রাহিমের মাথা ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়।
এ ঘটনায় অভিযুক্ত মাসুদ মোবাইলে জানান, ঘটনার সময় আমার চাচা তাজল ইসলাম হাওলদারের সাথে তর্ক-বিতর্ক চলছিল। এসময় ইব্রাহিম বাজে মন্তব্য করলে তাকে ধাক্কা দেওয়ায় গাছে লেগে আহত হয়।
0Share