রায়পুর প্রতিনিধি: রায়পুর পৌরসভার প্রধান সড়কসহ উপজেলার ১০ ইউনিয়নের সড়ক গুলোর অবস্থা বেহাল। সড়ক গুলো দিয়ে যাতায়াতে দুর্ঘটনার শিকার হচ্ছে তেমনি দুর্ভোগ পোহাচ্ছে লাখ লাখ মানুষ। পৌরসভার প্রধান সড়কটি গত এক বছর এবং ইউনিয়নের সড়কগুলো গত ১০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে । সড়কগুলোর একদিকে যেমন ভাঙ্গা ও বড় বড় গর্ত হয়ে বৃষ্টির পানি জমে আরো করুন দশা সৃষ্টি হয়েছে তেমনি যান চলাচল ও মানুষের যাতায়াতে দূর্ভোগ দেখা দিয়েছে । তাছাড়া প্রতিনিয়ত ঘটছে দুৃর্ঘটনা । শহরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরবাসী করুন অবস্থায় বসবাসততো করছেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপুর – হাইমচর বেড়ী বাঁধ সড়ক, রায়পুর- কাজির দিঘীর পাড়, পীর ফয়জুল্লাহ সড়ক, গাজীনগর সড়ক, ল্যাড়াংবাজার-পানপাড়া সড়কসহ পৌরসভা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের বেশিরভাগ সড়কগুলোরই বেহাল অবস্থায় রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়পুর অফিস সূত্রে জানাযায় , ২০১৬-১৭ অর্থ বছরের শুরুতে রায়পুর-হায়দরগঞ্জ ১২ কি.মি সড়কটি মেরামতের জন্য আরটিআইপি-২ প্রকল্পের আওতায় এলজিইডি লক্ষ্মীপুর কার্যালয় থেকে দরপত্র আহবান করা হয়। ৪ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৮৯ টাকায় মোঃ ফরহাদ হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাছান রূপালী জেবি কাজটি পায়। গত বছরের ১ সেপ্টেম্বর ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও কাজ শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি। এ কাজটি চলতি বছরের ৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত ৪০ শতাংশ কাজও করেনি। গত ১৫ দিন থেকে সড়কের কাজটি বন্ধ রয়েছে। তবে ইট সরবরাহ করতে না পারায় কাজটি ঢিলেঢালা ভাবে হচ্ছে বলে উপজেলা প্রকৌশলী দাবি করেন।
কয়েকজন জনপ্রতিনিধি, শিক্ষক ও গাড়ির চালক জানান, রায়পুর উপজেলের পৌরসভা ও ১০টি ইউনিয়নের সড়কগুলো গত ১০ বছরেরও কোন উন্নয়নের ছোয়া লাগেনি। প্রতিদিনই সড়কগুলো যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি সয়াবিন, সুপারী, নারিকেল উৎপাদন হয় এই উপজেলায়। যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় কৃষি পন্য যেমন দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না তেমনী মানুষের দুর্ভোগ চরমে পৌঁচেছে। দ্রুত সড়কগুলো মেরামতে সরকারের কাছে দাবি জানাই।
পৌরসভার মেয়র ইসমাইল খোকন জানান, গত এক বছর ধরে রায়পুর থানার মোড় থেকে (পৌরসভার দু’কি,মি,) হায়দরগন্জ বাজার পর্যন্ত প্রায় ১২ কি,মি, সড়কটি বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডির তত্ত্বাবধানে সাড়ে চার কোটি টাকা ব্যায়ে কাজ চলছে । পৌরসভার অংশের সড়টি মানুষের চলাচলের জন্য একমাসের মধ্যে সংস্কার কাজের পাশাপাশি ড্রেনেজের কাজও হাতে নেয়া হয়েছে । মানুষকে আরো কয়েকদিন কষ্ট করতে তবে ।
উপজেলা এলজিইডি প্রকৌশলি আক্তার হোসেন ভুঁইয়া বলেন, প্রয়োজনীয় মেশিন ও ইট সংকটের কারনে পৌরসভার প্রধান সড়কটি প্রায় দুই কি.মি সহ ১২ কি.মি হায়দরগঞ্জ সড়টির কাজ ঢিলেঢালা ভাবে চলছে । বিভিন্ন সমস্যার কারনে হায়দরগঞ্জ থেকে শুরু করায় পৌরসভার অংশে ঢুকতে প্রায় চার মাস সময় লাগতে পারে ।
উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলদার বলেন, পর্যাপ্ত বাজেট না হওয়ার কারনে উপজেলার সড়কগুলোর অবস্থা নাজুক। পৌরসভাসহ ইউনিয়নগুলোর সড়কগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
0Share