হাসান মাহমুদ : লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২৩ জুন) রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের সমর উদ্দিন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গৃহবধু শাহিদা বেগম (৩৫), তার স্বামী আবুল কাশেম (৫৫) ও মেয়ে মুন্নি আক্তার (১৪)। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। শনিবার (২৪ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী আবুল কাশেম সাংবাদিকদের জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম ও পাশ্ববর্তী শাখায়াতের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রাস্তা থেকে পুকুরপাড় দেখা যাওয়ায় গোসল করতে সমস্যা হয় মহিলাদের। তাই কাশেম শুক্রবার বিকেলে বাড়ির পুকুর পাড়ে পর্দা লাগান। এনিয়ে প্রতিপক্ষের লোকজন ক্ষীপ্ত হয়ে উঠে। পরে রাতে শাহিদা বেগম পুকুরপাড়ে গেলে শাখায়াতসহ তার লোকজন গৃহবধূর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়। গৃহবধূর চিৎকার শুনে স্বামী কাশেম ও মেয়ে মুন্নি এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে তারা পালিয়ে যায়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করে নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0Share