নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জেরে নবগঠিত ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিনকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। এসময় আরও ৩ কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে হাজিরহাট-কাদিরপন্ডিতের হাট সড়কের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাইন উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভুঁইয়াকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সম্প্রতি বিলুপ্ত ছাত্রলীগের কমিটির নেতাকর্মীরা মাইন উদ্দিনকে কুপিয়ে জখম করে। এসময় আরও ৩ কর্মীকে মারধর করে তারা।
মাইন উদ্দিন জানান, কমিটি গঠনের জের ধরে বিলুপ্ত কমিটির সভাপতিসহ কয়েকজন আমাকে কুপিয়ে জখম করে। এসময় আমার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও মারধর করেছে।
বিলুপ্ত কমিটির সভাপতি আবদুস সামাদ রাজু বলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের বিরুদ্ধে বিক্ষোভ করায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় দ্রুত গতিতে মোটরসাইকেল যোগে পালাতে গেলে দুর্ঘটনায় তারা আহত হন। কুপিয়ে জখম করার ঘটনা সত্য নয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ছাত্রলীগের সভাপতির ওপর হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের ৫ মার্চ আবদুস সামাদ রাজুকে সভাপতি ও রাকিবুল হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এর তিন মাস পর ১৩ জুন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ মাইন উদ্দিনকে সভাপতি ও সাদ্দাম হোসেন আবিদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের পর থেকে বিলুপ্ত কমিটির নেতারা নতুন কমিটি বাতিল করে আগের কমিটি পুর্নবহালের দাবি জানান।
0Share