রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পিতার দানকৃত ভূমিতে পোষ্ট অফিসের নেম প্লেট খুলে ফেলার প্রতিবাদ করায় জাহাঙ্গীর কবির নামের এক যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে শামছুল হুদা হাওলাদার নামে এক আ’লীগ নেতা। সে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের রুস্তম আলী ডিগ্রী কলেজ মার্কেটে। শামছুল হুদা বামনী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও আহত জাহাঙ্গীর একই ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও মৃত: মোবারক আলী ভূঁইয়া ছেলে। এ ঘটনায় আ’লীগ নেতার বিচার চেয়ে বিকেলে আহত যুবদল নেতা থানায় অভিযোগ দিয়েছেন।
আহত জাহাঙ্গীর কবির জানাযায়, তার পিতা ও চাচা স্থানীয় ইউনিয়নবাসীর সুবিধার্থে প্রায় ১২ বছর আগে পূর্ব কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে পোষ্ট অফিসের জন্য জমি দান করেন। ওই দাতা সদস্য হিসেবে নেমে প্লেটে দাতা সদস্যদের নাম লিখা হয়। কিন্তু চার দিন আগে আ’লীগ নেতা শামছুল হুদা হাওলদারের নির্দেশে পোষ্ট অফিস পিয়ন কাজী ফাহাদ ওই নেম প্লেট রাতের আঁধারে খুলে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে আ’লীগ নেতা শামছুল হুদার সাথে যুবদল নেতা জাহাঙ্গীর কবিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে শামছুল হুদা। এছাড়াও স্থানীয় শহীদ মিনার থেকে ইউপি সদস্য নাজির আহম্মদ বাবুলের নেম প্লেটটি মুছে ফেলার ঘটনায় তোলপাড় চলছে।
এ ঘটনায় আ’লীগ নেতা শামছুল হুদা হাওলদার জানান, সরকারি বিদ্যালয়ের জায়গায় অন্য কারো নাম থাকতে পারবে না বিধায় কর্তৃপক্ষ তাদের কর্মচারীকে দিয়ে নেম প্লেট খুলে ফেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আমাকে অভিযুক্ত করে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। আমি তাকে কোন আঘাত করি নাই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, আ’লীগ নেতা শামছুল হুদা হাওলদারের বিরুদ্ধে যুবদল নেতার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0Share