নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম বলেন, শিল্পের সাথে বসবাস করলে আত্নার উন্নতি ঘটে,যতক্ষণ শিল্পের সাথে বসবাস হবে ততক্ষণ আত্নার মাঝে কোন খারাপ প্রভাব পড়বেনা। শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিক্বণ সংস্কৃতিক সংসদ আয়োজিত দুই দিন ব্যাপি উচ্চারণ, বিতর্ক,আবৃত্তি ও অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন। এ সময় তিনি আরো বলেন, অপব্যবহার শুধু ফেসবুকের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই বর্জনীয়, জীবনকে সুন্দর ভাবে গঠন করতে সকল অপকে না বলতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান বলেন, নাটককে জীবনের সাথে মিলিয়ে জীবনের প্রতিশ্রুতি হিসেবে দেখি, নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। সংস্কৃতি চর্চার মাধ্যমে আত্নার সম্পর্ক তৈরি হয়, তাই আজীবন সংস্কৃতি কর্মী হিসেবে থাকতে চাই। বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরুজ্জামান বলেন, যে সমাজের মানুষ সংস্কৃতি লালন করেনা সেই সমাজ এগুতে পারেনা, নিক্বণের সংস্কৃতি চর্চা অব্যাহত থাকলে লক্ষ্মীপুর থেকে অপরাধ কর্ম বিলিন হয়ে পড়বে। যেখানেই থাকিনা কেন যখনি শুনবো লক্ষ্মীপুর ভালো আছে তখনি আমি ভালো অনুভব করবো। বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা বলেন, সততা ও নিষ্ঠার কারনে নিক্বণ অনেক কঠিন কাজ খুব সহজে করতে পারে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিক্বণ সংস্কৃতিক সংসদের সভাপতি মুহাম্মদ নাহিদ। দুই দিন ব্যাপি এই কর্মশালায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে।
0Share