নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর সেকান্দর সফিক একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়) এ নতুন প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহকারী শিক্ষক মো: মফিজ উদ্দিন। শুক্রবার অনুষ্ঠেয় নিয়োগ নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভের জন্য সুপারিশ প্রাপ্ত হন তিনি। মো: মফিজ উদ্দিন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক (বিএসসি) হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন। তিনি এক সময় এ বিদ্যালয়েরই মেধাবী শিক্ষার্থী এবং পরবর্তীতে বিগত আঠারো বছর ধরে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
বর্তমান প্রধান শিক্ষক অলেক সেন অবসর গ্রহন করায় পদ শুন্য হলে গত ২৮ এপ্রিল ২০১৭ইং তারিখে প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশ করা হয়। মো: মফিজ উদ্দিন প্রধান শিক্ষক হিসেবে এ পদে স্থলাভিষিক্ত হবেন।
দক্ষ এবং মেধাবী শিক্ষক হিসেবে মো: মফিজ উদ্দিন প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সকলে শুভকামনা জানিয়েছেন। সেই সাথে প্রধান শিক্ষক হিসেবে তিনি তাঁর প্রজ্ঞার মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতায় ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
0Share