রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা পচাঁ মার্কেটের গরুরহাটে রোববার সকালে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬জন গুরুতর আহত হয়েছে। আহত মন্তাজ মিয়া, জাহাঙ্গীর আলম, মিল্লাত, বাবু, জাকির, মনিরকে রামগঞ্জ সরকারী ও প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত মন্তাজ মিয়া বাদি হয়ে ১২ জনের বিরুদ্ধে থানা এজাহার দায়ের করেছে।
সুত্রে জানায় উপজেলার দেহলা পচাঁ মার্কেটের সড়কে রোববার সকালে স্থানীয় ব্যবসায়ীদের সমম্বয়ে গরুর হাট বসে। এ সময় ভোলাকোট ইউপি যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইলিয়াসের নেতৃত্বে ১০/১৫জনের একটি গ্রুপ গরুর হাটে উপস্থিত হয়ে অর্তকিতভাবে প্রচার মাইক ভাংচুর করে বাজারে গরু ব্যবসায়ীদের এলোপাতাড়ী পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় গরু বাজারের ব্যবসায়ী হাটের সম্বয়কারী জাহাঙ্গীর,বাবু বাধা দিলে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ বাধে। আহত মন্তাজ মিয়া সাংবাদিকদের জানান,নাসির ও তার সহযোগী যুবলীগ নেতা ইলিয়াসের নেতৃত্বে একটি গ্রুপ গরুর হাটে উপস্থিত হয়ে প্রচার মাইক,ব্যাটারী পার্শ্বে জলাশয়ে ফেলে দেয়। এতে স্থানীয় লোকজন বাধা দিলে বাবু ফার্মে ব্যাপক ভাংচুর ও এলোপাতাড়ি মারধর করে। এ ব্যাপারে যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন বলেন, প্রশাসনের বিনা অনুমতিতে সড়কের উপর গরুর হাট বসানোর কারনে এলাকার লোকজন প্রতিবাদ করলে মহিন আলী সহ কয়েকজন প্রভাব খাটানোর চেষ্টা করে। এতে দু‘পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন,নগরুর হাটের অপ্রীতিকর ঘটনায় মন্তাজ মিয়ার দায়ের করা অভিযোগ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0Share