তাবারাক হোসেন আজাদ: মোঃ আরিফুল ইসলাম (শাহিন), বয়স ১০ বছর । মাদরাসায় ভর্তির ১১ মাসেই তার কোরান হেফজ করার সাফল্যে আনন্দে উদ্বেলিত সহপাঠি শিক্ষক ও অভিভাবকগন । মাদ্রাসা প্রতিষ্ঠার ৫১ বছরে কম বয়সে এই প্রথম শিশু আরিফুলের এ সাফল্যে সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । সে লক্ষ্মীপুরের রায়পুর বাসটার্মিনাল এলাকার ৫১ বছরের ঐতিহ্যবাহি মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার কৃতি ছাত্র। আরিফুলের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠান পরিচালক হাফেজ মাওঃ ফজলুল করিম, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনম নিজাম উদ্দীন, অধ্যক্ষ হাফেজ নিজাম উদ্দীন, ইমাম-মমুয়াজ্জিন সমিতির সম্পাদক বশির আহাম্মদ আল হেলাল, হাফেজ আলাউদ্দীন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন ।
আরিফুলের বাবা আলাউদ্দীন জানান, শিশু বয়সেই আরিফুল পড়ালেখায় মনোযোগি ছিল। তার আগ্রহের কারনেই ঐতিহ্যবাহি এই মাদ্রাসায় ভর্তি করান তিনি। ৫০ জন ছাত্রের মধ্যে তার এ সাফল্যে আমি ও আমার পরিবার আনন্দিত ও আল্লাহর কাছে শুকুরিয়া। শিশু হাফেজ আরিফুল বলেন, আমি প্রথমে আল্লাহ ও পরে আমার প্রিয় শিক্ষকদের কাছে কৃতজ্ঞ । আমি দেশের ভালো ও সর্বোচ্চ ডিগ্রী নিয়ে বড় আলেম হতে সকলের দোয়া চাই ।
শিশু হাফেজ নোয়াখালি জেলার সদর উপজেলার পশ্চিম চরমটুয়া সফিগঞ্জ গ্রামের বাসিন্দা ও রায়পুর হালিমা (রাঃ) জামে মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দীন ও গৃহিনী কুলসুমা আক্তারের বড় সন্তান ।
0Share