নিজস্ব প্রতিনিধি: এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তিসহ বিভিন্ন দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে তারা।এ সময় এ সময় মানববন্ধনে রায়পুর, রামগতি, রামগঞ্জ ও কমলনগর উপজেলার প্রায় ২ হাজার শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক একেএম মাহবুবুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা রুহুল আমিন মাষ্টার, মঞ্জুরুল হক, আহমদ মিজানুর রহমান, কামাল হোসেন এবং লক্ষ্মীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতিে শাহজাহান কামাল প্রমূখ।
এ সময় বক্তারা, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ৫% বৃদ্ধি বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করারর জোর দাবী জানান,। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
0Share