রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষকদের নিয়ে আইসিটি বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক পদক্ষেপ নিতে ইন হাউজ প্রশিক্ষন হয়েছে। রোববার দুপুরে উপজেলার দশ নং রায়পুর ইউনিয়নের জনকল্যান বহুমূখি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষন দেওয়া হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেনের নির্দেশনায় একাডেমিক সুপার ভাইজার মো: মাঈন উদ্দিন ও সিনিয়র শিক্ষক মো: মাসুদুর রহমান শিক্ষকদের এ প্রশিক্ষন দেন। এ সময়ে প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরি, আব্দুর রহমান, রেজাউল করিম, বাবু বিজয় কিত্তনীয়া, মাকছুদুর রহমান ও তাবারক হোসেন আজাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
0Share