নিজস্ব প্রতিনিধি: প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করার জের ধরে দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠের সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের জেলা সংবাদদাতা রফিকুল ইসলামের ওপর হামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও তার অনুসারীরা এ হামলা চালান।
সাংবাদিক রফিককে মোবাইল ফোনে ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে দৈনিক লক্ষ্মীপুর কন্ঠ ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ করা হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে আবুল কাশেম মোবাইল ফোনে তার বাড়িতে রফিককে ডেকে নেন। এসব সংবাদ প্রকাশ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান ও তার অনুসারীরা রফিককে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভতি করেন স্থানীয়রা।
এদিকে সম্প্রতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে একই কায়দায় আবুল কাশেম তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে বেদম মারধর করে টয়লেটে আটকে রাখেন। তখন আহত নুর মোহাম্মদ ইউপি চেয়ারম্যান ও তার কয়েকজন অনুসারীর বিরুদ্ধে মামলা করেছিলেন।
অভিযোগ রয়েছে, আবুল কাশেম ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকে দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে ইউনিয়নবাসীকে জিম্মি করে রেখেছেন। চেয়ারম্যান ও তার অনুসারীদের ভয়ে এলাকার নিরীহ লোকজন মুখ খুলছে না।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর মোবাইল ফোনে শুক্রবার সন্ধ্যায় একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আহত সাংবাদিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
0Share