নিজস্ব প্রতিনিধি: “তোমরা আজকে শিশু-আগামি দিনের সুন্দর ভবিষ্যত” তোমাদের কাছে জাতির অনেক আশা-প্রত্যাশা। আমরা চাই তোমরা সকল অন্যায় থেকে দুরে থাক ও সব বিষয়ে সচেতন হওয়ার-নিয়মগুলো জানো। বক্তব্য দিতে গিয়ে অভিভাবক হয়ে শিশুদের সাথে মিশে যান লক্ষ্মীপুরের রায়পুর থানার ওসি আজিজুর রহমান। শিশুরা ওসির কথাগুলোও মনযোগ সহকারে শুনেন । বুধবার দুপুরে (২৫ অক্টোবর-২০১৭) লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রনে ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আনসার ভিডিপি প্রশিক্ষন ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে -কিশোর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি আজিজুর রহমান মিয়া এসব কথা বলেন।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আনসার ভিডিপি প্রশিক্ষন ও সনদ বিতরন অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে বলেন, পিতা-মাতার অতি আদরের সন্তান তোমরা । সড়কের পাশেই তোমাদের স্কুল। সড়ক পারাপারের সময় লক্ষ্য রাখবে গাড়ী আসছে কি না। তা লক্ষ্য করে বড়দের সহযোগিতা নিয়ে পারাপার হবে। এসএসসি পরীক্ষার আগে মোবাইল ব্যাবহার করা যাবে না । মেয়ে শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হলে সাথে সাথে অভিভাবক, প্রধান শিক্ষক ও ওসিকে জানাবে । সঙ্গে-সঙ্গে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। মানুষ মাদক সেবন,বহন ও বিক্রি করা খুব অপরাধ। মাদক থেকে দুরে থাকবে। মাদক সেবিদের দেখলেই থানায় ফোন করে জানাবে।
এ সময় উপস্থিত ছিলেন, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লিটন, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মহিউদ্দীন ও সাংবাদিকসহ আইনশৃংখলাবাহিনীর সদস্যরা প্রমুখ।
0Share