নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে এপার বাংলা -ওপার বাংলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান “মেলবন্ধন” অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার আয়োজনে শনিবার সন্ধ্যায় টাউন হল মিলনায়তনে এ মেল বন্ধন অনুষ্ঠিত হয়।
এপারের স্থানীয় শিল্পীদের কন্ঠে আগুনের পরশমনি গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে স্থানীয় শিল্পী নিপুন ও সুপ্রীতির নৃত্য ও বাংলাদেশের কণ্ঠ শিল্পী জীবন চৌধুরীর গান উপভোগ করেন সবাই। এর পর ওপারের (ভারতের) শিল্পী পৌলমী গাঙ্গুলী ও প্রায়াগ যোশীর কন্ঠে একের পর এক গান পরিবেশন অন্যরকম মাত্রা যোগ করে অনুষ্ঠানে।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোময়ারা বেগম। পরিষদের জেলা সভাপতি সাইফুল ইসলাম তপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠান উপভোগ করেন বিভিন্ন বয়সের নানা শ্রেনী পেশার শত শত মানুষ।
0Share