মৃণাল কান্তি সাহা: পাবলিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষায় এসএসসি পরীক্ষার মত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকরা সঠিক পারিশ্রমিক বা সম্মানী পাচ্ছেনা। কক্ষ পর্যবেক্ষণ ভাতার হার এতই কম যে শিক্ষকরা তাদের যাতায়াত খরচ পর্যন্ত এই টাকা দিয়ে পূরণ করতে পারছেন না। এই বছর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সিন্ধান্ত মোতাবেক শিক্ষকদের নিজের কেন্দ্রের পরিবর্তে উপজেলার অন্য কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষক এর দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং সেই মোতাবেক শিক্ষকরা তাদের কর্মস্থল থেকে ১৫-২০ কিলোমিটার দূরে গিয়ে দায়িত্ব পালন করতে হয়। এতে করে তাঁহার যাহা যাতায়াত ভাড়া বা খরচ দিতে হয় তাহা কেন্দ্র থেকে সেই মোতাবেক কক্ষ পর্যবেক্ষণ ভাতা দেয়া হয় না। জেএসসি/জেডিসি পরীক্ষায় এক জন কক্ষ পরিদর্শককে প্রতি দিন ৩.৩০ ঘন্টা ডিউটি এবং যাতায়াত সহ প্রায় ৫.৩০ ঘন্টা দায়িত্ব পালন করার পর ১০০-১২০ টাকা হারে ভাতা প্রদান করা হয় যা খুবেই অপ্রতুল। অপর দিকে পিএসসি পরীক্ষায় একজন শিক্ষক ২.০০ থেকে ২.৩০ ঘন্টা দায়িত্ব পালন করলে ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হয় (এই ভাতাটিও যথাযথভাবে অপ্রতুল)। যাহা জেএসসি পরীক্ষার প্রদানকৃত ভাতার চেয়ে বেশি। শিক্ষকরা অনেকটা তাদের দায়িত্ববোধ থেকে যদিও যথাযথভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। তথাপি এটি শিক্ষকদের জন্য কতটা সম্মানজনক তাহা আজ কর্তৃপক্ষকে ভেবে দেখতে হবে। শিক্ষকরা আর কত নিজেদের অধিকার সম্মানের জন্য নিজেকে বলতে হবে।
আজ মনেহয় তাদের কথাগুলো শুনারমত সমাজে লোকেরও অভাব দেখা দিয়েছি। বিভিন্ন শিক্ষকের সাথে আলাপকালে তাঁরা দাবী করেন তাঁদেরকে যথাযথ মর্যদাদিয়ে জেএসসি/জেডিসি পরীক্ষার কক্ষ পর্যবেক্ষের ভাতা প্রতি বেলা ৫০০ টাকা করা হোক। এতে করে শিক্ষকদের যাতায়াত বা পরিবহণ খরচ দিয়ে কিছুটাকা সম্মানি হিসাবে পেতে পারেন। তাই শিক্ষক দের পাবলিক পরীক্ষায় পর্যবেক্ষণ ভাতা বৃদ্ধি করে ৫০০ টাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
0Share