রায়পুর প্রতিনিধি: ‘‘আমি রায়পুরের সন্তান, দলের জন্য নিবেদিত হয়ে কাজ শুরু করেছি। আমি যদি আগামি নির্বাচনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হই, তবে সরকার প্রতি সংসদীয় এলাকার উন্নয়নে যে শতকোটি টাকা বরাদ্ধ দেয় তার
সাথে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আরো শতকোটি টাকা যোগ দিয়ে মডেল রায়পুর র্নিমাণে নিজের সর্বশক্তি নিয়োগ করবো।” কথাগুলো বলেন, লক্ষ্মীপুর-২ আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কুয়েত আওয়ামীলীগের আহবায়ক ও কুয়েতে বঙ্গবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজি শহিদুল ইসলাম পাপুল। বুধবার (১৫ নভেম্বর) রায়পুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি ইসমাইল হোসেনের নিজস্ব কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ দলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা জনান। এ সময় তিনি রায়পুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের জন্য ৫ লাখ টাকার অনুদান প্রদান করে অতীতে রায়পুরের আওয়ামীলীগ ও অংগসংগঠনের উন্নয়নে নিজের বিভিন্ন অনুদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমি রায়পুরে নেতা হতে আসিনি, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আগামী দিনের নৌকা প্রতিক উপহার দেন, তবে সেটাকে আমি আমার দায়িত্ব মনে করবো।আমি কারো প্রতিযোগি নই, নৌকার বিজয়ে স্থানীয় আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, অনেকেই আমাকে তাদের প্রতিপক্ষ মনে করেন, কিন্তু আমি বলি সবাই নৌকার পতাকা তলে ঐক্যবদ্ধ হোন, নৌকাকে বিজয়ী করুন। ২০৪১ বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে ১১শ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার প্রধান করতে হবে- সেই লক্ষে আমি কাজ করছি।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন বলেন, সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কাজী শহিদ ইসলাম পাপুল ১০ ইউনিয়নের চেয়ারম্যান, দলের সভাপতি-সম্পাদক, প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। তার অর্থায়নে প্রতিটি ইউনিয়নে দলীয় কার্যালয় করা হয়েছে। দলের নেতাকর্মীদের উঠান বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। যা অন্য কোন প্রার্থী এ পর্যন্ত করেনি। দলের অসহায়, অস্বচ্ছল, অসুস্থ ও পঙ্গু লোকদের আর্থিক সহযোগিতা করে চলেছেন তিনি। এতে নেতা কর্মীদের মাঝে উদ্দিপনা দেখা দিয়েছে।
এদিন দুপুরে তিনি শহরের পীরবাড়িতে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী ১০১তম ইছালে ছাওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিবসে মুসল্লিদের নিকট দোয়া প্রার্থনা করেন।
0Share