তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে পিইসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলার শিক্ষা অফিস। এতে ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬০টি রেজিস্ট্রেশন ও কিন্ডারগার্টেন থেকে ৫৪৪৯জন (ছেলে ৩১৪২, মেয়ে ৩৫৪৩ জন) এবং ২৬টি মাদরাসার ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১১৮৩ জন ( ছেলে ৫৯৫ ও মেয়ে ৫৮৮ জন) মোট ৬৬৩৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষায় উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনিয়নে ১৭টি কেন্দ্রে (সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১টি ও ইবতেদায়ী ৬) ৬৬৫ জন পর্যবেক্ষকের নিয়ন্ত্রনে ১ম দিন ইংরেজি পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুননাহার বেগম বলেন, রোববারের পিইসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটা কেন্দ্রে নকল মুক্ত ও শান্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
0Share