রায়পুর প্রতিনিধি: “শিখবে শিশু সততা,অর্জন হবে নৈতিকতা,মনে থাকবে মহানুভবতা” এ প্রত্যয়কে সামনে রেখে শিশু শিক্ষার্থীদের জন্য সততা ষ্টোর ও মহানুভবতার দেয়াল এবং শিক্ষকদের জন্য ডিজিটাল হাজিরা উদ্ধোধন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল এসসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন শিক্ষক ও ৪৪৫ জন শিক্ষার্থীর জন্য এসব কার্যক্রম উদ্ধোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। বিদ্যালয়ের টাকায় বিভিন্ন খাবার কিনে ষ্টোরে রাখবে তা তারা নীজেদের হাতে খাতায় এন্ট্রি করে কিনে নিবে এবং বিত্তবান পরিবারের শিক্ষার্থীরা তাদের পোষাক গরীব শিক্ষার্থীদের দান করে মহানুভবতার পরিচয় দিবে। এভাবে উপজেলার ১৯৪ টি বিদ্যালয় ও ২৬ টি মাদ্রাসায় প্রর্যায়ক্রমে এসব কার্যক্রম চালু হবে বলে শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বেগম এ প্রতিনিধিকে জানান।
এ সময় শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাাধিক এলাকাবাসি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাল্য বিয়ে, শিক্ষার গুনগত মান ও ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর বাবুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জহির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম, ইউএনও শিল্পি রানী রায়, এসিল্যান্ড মোহতাসেম বিল্লাহ, শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, সহকারি শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌস, মুজিবুর রহমান ও চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ বিএসসি প্রমুখ।
0Share