রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন শহীদ সেলিনা ফাউন্ডেশন। রোববার দুপুর জেলা পরিষদ মিলনায়তনে ১৭০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে চাদর এবং জনপ্রতি ২ হাজার টাকা করে ৩ লাখ ৪০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। একই সময় উপজেলার ১০ ইউনিয়নের ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি কাজি শহিদুল ইসলাম পাপুল। এসময় পাপুল নেতাকর্মীসহ চরাঞ্চলের শীতার্থ ২০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণের করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ মাষ্টারের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শহীদুল ইসলাম পাপুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, ফাউন্ডেশনের পরিচালক সেলিনা ইসলাম, পরিচালক মারওয়াহ ইসলাম ও মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান প্রমুখ।
সাংসদ সদস্য প্রার্থী কাজী শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রায়পুরের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে বেকারত্ব দুর করতে চাই। আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে ও নির্বাচিত হওয়ার পর উন্নয়নের জন্য সরকার ১০০ কোটি টাকা দিলে তার সাথে নিজের থেকে আরো ১০০ কোটি টাকা ব্যায় করে রায়পুরের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন ।
0Share