নিজস্ব প্রতিনিধি: রায়পুর-লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের বিরুদ্ধে। এ ব্যাপারে সদর উপজেলার হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল এলাকাবাসীর পক্ষে বাদি হয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক বরারবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুলিপির মাধ্যমে অবহিত করা হয়েছে। অভিযোগে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠানটি কার্যাদেশ অনুযায়ী কাজ করছে না।
এতে রাস্তার দু’পাশে ১ মিটার করে ২ মিটার প্রশ্বস্ত করণ, ৪০ মিটার ডিমা বক্স কাটিং এবং মাটি ভরাট, সাব বেইছে ৩০ শতাংশ বালি, ৭০ শতাংশ খোয়া, মেকাডমে বালি ও খোয়া এবং পাথরের মেকাডমে ৮ ইঞ্চিতে ২০ শতাংশ বালি ও ৮০ শতাংশ পাথর ব্যবহারের কথা থাকলে কোনো কিছুই নিয়মানুযায়ী হচ্ছেনা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে বর্তমান সরকারের টেকসই উন্নয়ন নীতি ব্যাহতসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদি সামছুল আলম বাবুল ও সংশ্লিষ্ট এলাকাবাসী।
0Share