নিজস্ব প্রতিনিধি: সৃজনশীল মেধা বিকাশের লক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে “ডাঃ হোসেন আহম্মেদ বেসরকারি মেধাবৃত্তির সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ডিসেম্ব (সোমবার) উপজেলার তোরাবগঞ্জের অগ্রনী স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথিছিলেন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন। টুমচর আসাদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারি প্রধান শিক্ষক আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, ওলামালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইসরাফিল, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবদুজ্জাহের ভুঁইয়া।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাক কামরুল ইসলাম, অগ্রনী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সফিক উল্লাহ (বিএসসি), তোরাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. মহসিন, দক্ষিণ চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ, উত্তর চর পাগলা স.প্রা.বি’র প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উত্তর পশ্চিম চর মার্টিন স.প্রা.বি’র প্রধান শিক্ষক ইছমাইল হোসেন, চর লরেন্স স.প্রা.বি’র প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, চর লরেন্স খাসেরহাট স.প্রা,বি’র প্রধান শিক্ষক আঃ রহমান সেলিম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমকে এ কোমলমতি শিশু শিক্ষার্থীরা আগামিকে কীভাবে জয় করতে হবে, তা শিখেছে। দক্ষতা অর্জন করেছে সামনের যেকোন পরীক্ষায় এরাই সফলতা আনবে। এ ধরণের বৃত্তি পরীক্ষা অব্যাহত রাখার জন্য সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে।” বক্তরা আরো বলেন, “শিক্ষার প্রসার নিশ্চিত করতে হলে মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।”
উল্লেখ্য চলতি ২০১৭ সাল থেকেই চালু হয়েছে, “ডাঃ হোসেন আহম্মেদ বেসরকারি মেধাবৃত্ত “। এ মেধাবৃত্তির পৃষ্ঠপোষকতায় করছেন ঢাকাস্থ ব্যবসায়ি নুরুল আমিন মঞ্জ। এ বছর উপজেলার তোরাবগঞ্জ এবং চর লরেঞ্চ ইউনিয়নের ৫ম শ্রেনীর ২০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির জন্য গত নভেম্বর মাসে ১১টি বিদ্যালয়ের ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। তোরাবগঞ্জের অগ্রনী স্কুল অ্যান্ড কলেজ এ বৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনার কাজে নিয়োজিত আছে।
0Share