রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৫৯২ জন শিক্ষার্থী। এদের মধ্যে জেএসসিতে ৫৯ জন, জেডিসিতে ৩ জন এবং পিএসসিতে ৫৩০ জন। মাধ্যমিকে পাশের হার ৫৪.৭৪%, জেডিসিতে পাশের হার ৮১.৪৮%। উল্লেখযোগ্য হায়দরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ৭৮জন পরীক্ষা দিয়ে ৭৭ জন পাশ করে রায়পুর মার্চেন্টস একাডেমি ২৭৯জন পরীক্ষা দিয়ে ২৫জন জিপিএ-৫ সহ ২১৫জন পাশ করে। হায়দরগঞ্জ টিআরএম কামিল মাদাসা উপজেলার প্রথম স্থান অর্জন করে। পিএসসি পরীক্ষায় ২১১টি স্কুল থেকে ৫৩০জন জিপিএ-৫ অর্জন করে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন আরো ভালো ফলাফল করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের আরো আন্তরিক হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
0Share