নিজস্ব প্রতিনিধি: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার লক্ষ্মীপুর জেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে কমলনগর উপজেলা। এ উপজেলায় পাশের হার ৭০ শতাংশ। জেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে রামগতি উপজেলা। যেখানে পাশের হার ২৫ দশমিক ৪৭ শতাংশ। অন্যদিকে লক্ষ্মীপুর জেলায় গড় পাশের হার ৫২ দশমিক ৪ শতাংশ এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডে পাশের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ।
শনিবার (৩০ ডিসেম্বর) ঘোষিত ফলাফল দেখে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন, কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা তোহিদুল ইসলাম ।
এ দিকে লক্ষ্মীপুরের অন্য উপজেলা গুলোর মধ্যে লক্ষ্মীপুর সদরে পাশের হার ৫৮.৬৩ শতাংশ, রামগঞ্জ উপজেলায় পাশের হার ৪৭.১৯ শতাংশ, রায়পুরে ৫৪.৭৫ শতাংশ।
জেলায় মোট ৩শ ৫৭ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে । যার মধ্যে, সদরে ১৯৫, রায়পুরে ৫৯, রামগঞ্জে ৪৪, কমলনগরে ৩৬ এবং রামগতিতে ২৩ জন।
লক্ষ্মীপুরে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর লক্ষ্মীপুর জেলায় জেএসসি তে লক্ষ্মীপুরে মোট ২৩ হাজার ৬শ পরীক্ষার্থী অংশ নিয়েছে। জেলা ব্যাপী স্কুলের ২৩ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১১ কেন্দ্রে ৯ হাজার ৭শ ২০, রামগঞ্জে ৫ কেন্দ্র ৪ হাজার ৫শ ৮, রায়পুরে ৩ কেন্দ্র ৩ হাজার ৮শ ২২, রামগতিতে ২ কেন্দ্র ৩ হাজার ৪শ ৮৭ এবং কমলনগরের ২ কেন্দ্র ২ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয় ।
লক্ষ্মীপুরে জেএসসি, জেডিসি, পিএসসি পরীক্ষার আরো খবর:
0Share