নিজস্ব প্রতিনিধি: জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার লক্ষ্মীপুর জেলায় শতকরা ৭৬.৯৬ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। সবচেয়ে ভালো সদর উপজেলার পাশের হার ৯০.৭৭ ভাগ। রায়ুপরে ৮১.৪৮, রামগঞ্জে ৭১ শতাংশ, রামগতিতে ৫৩.৩১ এবং কমলনগর উপজেলায় পাশের হার ৪৭.৪৪ শতাংশ। শনিবার (৩০ ডিসেম্বর) ঘোষিত ফলাফলের পর এ তথ্যগুলো নিশ্চিত করেছেন, কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা তোহিদুল ইসলাম ।
জেলায় মোট ৭৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে । যার মধ্যে, সদরে ৬২, রায়পুরে ৩, রামগঞ্জে ৯ জন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর লক্ষ্মীপুর জেলায় জেডিসিতে ৮ হাজার ৫শ ৬ পরীক্ষার্থী অংশ নেয়। জেলা ব্যাপী মাদরাসার ১৫ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরে জেএসসি, জেডিসি, পিএসসি পরীক্ষার আরো খবর:
0Share