সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুররে পানি উন্নয়ন বোর্ডের ১০ অব্যবহৃত ভবন অসামাজিক কাজের নিরব স্থান

রায়পুররে পানি উন্নয়ন বোর্ডের ১০ অব্যবহৃত ভবন অসামাজিক কাজের নিরব স্থান

রায়পুররে পানি উন্নয়ন বোর্ডের ১০ অব্যবহৃত ভবন অসামাজিক কাজের নিরব স্থান

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা আসেন না বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে কার্যালয়সহ পাউবোর ১০টি ভবন কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে না। ফলে একদিকে যেমন জায়গা দখল হচ্ছে, অন্যদিকে ভবনগুলোর অধিকাংশ দরজা- জানালা ও ভেতরের মালামাল চুরি যাওয়ার পাশাপাশি রাতে চলছে অসামাজিক কার্যকলাপ।
পাউবোর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুরে পাউবোর শতাধিক একর ভূমি রয়েছে। প্রায় ২০ একর ভূমিজুড়ে আছে কার্যালয় এলাকা, কলোনি, ওয়ার্কশপ ও রেস্ট হাউস।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, পাউবোর উপ-বিভাগীয় কার্যালয় ও কার্যালয় সংলগ্ন দুটি বাসভবন, উপজেলা পরিষদ সড়কে একটি বিশ্রামাগার, কলোনি এলাকায় পাঁচটি ভবন ও দুটি ওয়ার্কশপ ভবন পরিত্যক্ত। এগুলোর অধিকাংশই দ্বিতল ভবন। বাসভবন গুলোর অধিকাংশ দরজা-জানালা চুরি হয়ে গেছে। শুধু পাউবোর কার্যালয় ভবনের কয়েকটি দরজা-জানালা আছে। আর জানালা লোহার গ্রিলও চুরি হয়ে গেছে। কার্যালয়ের ভেতরের বৈদ্যুতিক বাতি, পাখাসহ অন্য মালামালও নেই। শহরের পোস্ট অফিস সড়কের পাশে ও জেলা পরিষদ ডাক বাংলোর পাশে পাউবোর কলোনীর ভেতরে চলে মাদকসেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। প্রতিহত করতে গেলে প্রভাবশালীরা কর্মকর্তা কর্মচারীদের মারধর করার অভিযোগ রয়েছে। জায়গা দখল ও গাছ এবং দরজা জানালার চুরির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে ও থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে কর্মচারীরা জানান।
স্থানীয় এলাকাবাসী জানান, গত দশ বছর ধরে পাউবোর কর্মকর্তারা এ কার্যালয়ে অফিস করেন না। তাই কলোনি, ওয়ার্কশপ ভবন ব্যবহার হয় না। এ সুযোগে একটি মহল শত কোটি টাকার ওই সম্পদ দখলের পাঁয়তারা করছে। দুর্বৃত্তরা ভবনের দরজা-জানালা খুলে নিয়ে গেছে। এ ভবন পরিত্যাক্ত থাকায় মাদকাসক্তরা প্রতিদিন রাতে আড্ডা সহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে।

পাউবো কার্যালয় সূত্র জানায়, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও বোরো (ইরি) ধানের সেচ সুবিধার জন্য ১৯৭৪ সালে চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) শুরু হয়। প্রকল্পের আওতায় রায়পুর উপজেলা, হাইমচর, ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুর, রামগঞ্জ, ও চাঁদপুরের কিছু অংশ অন্তর্ভূক্ত রয়েছে। পাউবোর রায়পুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দায়িত্বে রয়েছেন উপবিভাগীয় প্রকৌশলী (এস.ও) মোঃ শাহ আলম, সেকশন অফিসার, অফিস সহকারী, সার্ভেয়ার ও ১জন গার্ড। তাদেরকে দিয়ে পুরো উপজেলা পরিচালিত হচ্ছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান মোবাইল ফোনে বলেন, পাউবোতে বর্তমানে লোকবল সংকট রয়েছে। ৪ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে রায়পুর কার্যালয়ে দায়িত্বে রয়েছেন। সরকার জনবল না দিলে আমার করার কিছু নেই। দরজা-জানালা চুরির পাশা-পাশি পরিত্যাক্ত ভবন গুলোতে অসামাজিক কার্যকলাপের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

অনিয়মের অভিযোগে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের দুদকের অভিযান

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

নিষেধাজ্ঞা না মেনে রামগতির মেঘনায় মাছ ধরায় দায়ে জেলে আটক

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com