জুনাইদ আল হাবিব: ব্যাপক আয়োজন আর বর্ণিল সাঁজে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এবং নবীণ শিক্ষার্থীদের বরণ করে নিলো লক্ষ্মীপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ লক্ষ্মীপুর সরকারি কলেজ। এ উপলক্ষ্যে কলেজ প্রশাসনের উদ্যোগে ২৫জানুয়ারি (বৃহঃস্পতি বার) ক্যাম্পাস প্রাঙ্গন এক বর্ণাঢ্য উৎসবে নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল উপস্থিত হলে তাকে বরণ করে নেওয়া হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যন মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধক্ষ প্রফেসর শহীদ উদ্দিন, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক মো. ইউছুপ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস, কলেজের প্রবীণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির জুনাইদ আল হাবিব। এরপর মন্ত্রী কলেজে নির্মিত একটি দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ঢাকা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
0Share