নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের কুইন্সটাউনে রবিবার ( ২৮ জানুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ইংলিশদের গড়া ২১৬ রানের স্কোর বাংলাদেশ পেরিয়ে (২২০ /৫) যায় ১৫ বল হাতে রেখেই।
বাংলাদেশের বোলিং-পারফরম্যান্স ছিল দারুণ। টসে জিতে বোলিং নিয়ে ইনিংসের প্রথম ২৫ ওভারে ইংলিশদের আধিপত্যের মুখে পড়লেও শেষ ২২ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা নিজেদের সামলে নিয়ে ইংল্যান্ডের সংগ্রহটা প্রত্যাশামাফিক হতে দেননি। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট।
Bangladesh dismiss England for just 216 in Queenstown, England’s middle order collapsing after Brook and Banks put on a 126 run stand. Will the Tigers be able to chase it? #U19CWC #BANvENG LIVE ➡️ https://t.co/7wZ0Zjy6DU pic.twitter.com/k7mIhu7U5v
— Cricket World Cup (@cricketworldcup) January 28, 2018
৪৭.২ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যাওয়া ইংল্যান্ড প্রথম ২৫ ওভারে ১ উইকেটে ১৩৮ রান তুলে ফেলেছিল। কিন্তু শেষ ২২ ওভারে ৭৮ রানে ৯ উইকেট হারিয়ে পথহারা তারা। এ জন্য অবশ্য বাংলাদেশের দুই পেসার কাজী অনিক ও হাসান মাহমুদের দুর্দান্ত অবদান।
লক্ষ্মীপুরের হাসান মাহমুদ বিষয়ে জানতে এ লিংকে ক্লিক করুন
0Share