রায়পুর প্রতিনিধি: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে ৫১টি মাধ্যমিক স্কুল ও মাধরাসা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট শুরু হয়েছে। সোমবার পাইলট বালিকা, জনকল্যান বহুমূখি, রাখালিয়া, এলএম পাইলট মডেল, লুধুয়া এমএম, বামনী আর্দশ, মিতালী বাজার মডেল একাডেমী ও হায়দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ ২৬ বিদ্যালয় ও ২৫টি মাদ্রাসায় এই ধর্মঘট চলছে। প্রায় ৯’শ শিক্ষক-কর্মচারী শ্রেনী পাঠ বন্ধ রেখে শিক্ষার্থীদের সাথে সাংস্কৃতিক ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।
প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী, মৃনাল কান্তি ও মাহবুবুর রহমান জানান, জাতীয় সিদান্ত মোতাবেক তাদের কর্মসূচী চলবে যতক্ষন পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নিবে। ১০ জানুয়ারী হতে শুরু হওয়া জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর ১৫ জানুয়ারী হতে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচিতে জাতীয়করণের একদফা শিক্ষক-কর্মচারী প্রতিদিন যোগ দিচ্ছেন।
0Share