নিজস্ব প্রতিনিধি: “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ স্লোানে লক্ষ্মীপুরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ৩৯ তম বিজ্ঞান,প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। এ উপলক্ষে সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বনার্ঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড় প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করনে, প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কংকন চাকমা, জেলা আওয়ামীলীগ সভাপতি গোরাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাফরোজা আক্তার, ফাইযুল ওয়াসিমা নাহাত, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন। মেলায় বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন নিয়ে ৪০টি স্টলসহ জেলার ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
0Share