নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিসে এসএটিভির জেলা প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম ও দৈনিক কালের প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মাকছুদুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়, দলিল গ্রহিতাদের হয়রানিসহ নানা দুর্নীতি অনিয়মের সংবাদ সংগ্রহের সময় অফিস সহকারী কামরুলের নেতৃত্বে দলিল লেখক বাবুল ও দালাল ফরুকসহ ১৫/২০ জন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সাংবাদিকদের ব্যাবহৃত ক্যামরা ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার সময় সাব-রেজিষ্ট্রি অফিসার অসীম কুমার সাহা উপস্থিত থাকলেও তিনি সাংবাদিকরা এখানে কেন আসলেন এবং অফিসের ঘুষ-দুর্নীতি নিয়ে বাড়াবাড়ি করার কারণ জানতে চাওয়া সহ হামলাকারীদের উস্কে দেন বলে জানা গেছে। ঘটনার পর আহত সাংবাদিকদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিকদের উপর হামলার ঘটনার সংবাদ পেয়ে সদর থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এদিকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং তাদের উপর হামলা খবর পেয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নর্বনির্বাচিত সভাপতি মোঃ কামাল উদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ সাইদুল ইসলাম পাবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা দ্রুত সাব রেজিষ্ট্রী অফিসে গিয়ে হামলাকারীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধারে সহায়তা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক ঘটনায় সাব-রেজিষ্ট্রারের ভুমিকায় ক্ষোভ প্রকাশসহ হামলাকারীদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান। পরে দলিল লেখক সমিতির সভাপতি সহ অন্যান্যরা এ ঘটার জন্য ক্ষমা চেয়ে সুরাহার চেষ্টা করলে ও বিক্ষিপ্ত সাংবাদিকরা প্রতিকারের দাবীতে অটল থাকায় সমঝোতায় ব্যার্থ হয়। এ নিয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের অবহিত করণসহ বিক্ষুব্ধ সাংবাদিকরা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানায়। স্থানীয়ভাবে জানা যায়, এর আগে ও ঢাকা থেকে আগত যমুনা টিভির সাংবাদিক কাউসার, সাংবাদিক সাহাবউদ্দিন ও ৭১ টিভি সহ কয়েকজন লক্ষ্মীপুর সাবিেজষ্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহে গিয়ে এখানকার কর্মকর্তা-কর্মচারী ও দালালদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটদের হাতে নাজেহাল হন। উপজেলা ও জেলা প্রশাসন তাদের অনিয়ম দুর্র্নীতি, জনগনের হয়রানি ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নিয়েও ব্যার্থ হয়েছে বলে জানা যায়। শুধু তাই নয় ডিআর, সাব-রেজিষ্টার, অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখক, দালাল সহ তাদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটদের অতিরিক্ত টাকা, কমিশন বানিজ্যসহ নানা হয়রানিতে দলিল দাতা-গ্রহিতারা দীর্ঘদিন যাবত অতীষ্ট বলে জানা গেছে।
0Share